ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন 

খাগড়াছড়ি প্রতিনিধি,

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে জেলা’র বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের প্রতিনিধিরা।রোববার(২০অক্টোবর) দুপুরের দিকে জেলা শহরস্থ শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সরকারের সাথে রাষ্ট্র সংস্কারের সহযোগী হতে চায়। তৃণমূলের প্রতিনিধিত্ব করা জনপ্রতিনিধিদের বাদ দেয়া হলে সরকার ও জনগণের মধ্যে কোন সম্পর্ক স্থাপনকারী মাধ্যম থাকবেনা বলেও জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার প্রবীল কুমার চাকমা সহ ৯ উপজেলার ৩৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *