বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও পুনর্বাসনের জন্য ঘরের টিন,ছাগল, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন ।

বুধবার(৩০অক্টোবর) সকালে খাগড়াছগি সদর জোনের উদ্যোগে   সদর জোন মাঠে অসহায়, দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২’শ২৫ পরিবারের মাঝে ১৫লক্ষ ৬ হাজার টাকার আর্থিক অনুদান,ঘরের টিন,ছাগল, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

আর্থিক অনুদান বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল বলেন,ভারী বর্ষণে জলাবদ্ধতা ও ভূমিধ্বসের কারণে খাগড়াছড়ি জোনের আওতাধীন চেঙ্গী নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ি ফসলাদি গবাদি পশু বিভিন্ন আসবাবপত্রের ক্ষতি হয়। যার কার্যক্রমে খাগড়াছড়ি জোন কর্তৃক অভিযান পরিচালনা করে যথাযথ ভূমিকা পালন করা হয়। প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য ঘরের টিন,ছাগল, সেলাই মেশিন ও টিউবওয়েল  প্রদানের জন্য এ কার্যক্রম গ্রহণ করা হয়। 

এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন হিসেবে খাগড়াছড়ি জোন কর্তৃক ধর্ম- বর্ণ -নির্বিশেষে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *