খাগড়াছড়িতে প্রথমবারের মতো ব্রাদার্স ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে প্রথমবারের মতো  ব্রাদার্স ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার(০২নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছগি জেলা সদরস্থ আপার পেরাছড়া সড়কের পাশে স্পোর্টস এরিনা মাঠে এ টুর্নামেন্টে শুভ উদ্বোধন করা  সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা।

সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছেন। নক-আউট নিয়মে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. হারুনুর রশিদ কাজল,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার,মারমা ঐক্য পরিষদের সভাপতি ম্রাসাথোয়াই চৌধুরী,জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,বাফুফে’র কোচ তুহিন কুমার দে,জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা ক্রীড়া সংস্থা ও অন্যান্য খেলোয়াররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত;ফুটসাল একটি ফুটবল-ভিত্তিক ক্রীড়া, যা ফুটবল মাঠের চেয়ে ছোট একটি শক্ত মাঠে এবং প্রধানত অভ্যন্তরীণ মাঠে অনুষ্ঠিত হয়। এই ক্রীড়াকে সংক্ষিপ্ত স্তরের ফুটবল হিসেবে বিবেচনা করা হয়। এটি ৫-৬জনের দলের সমন্বয়ে অনুষ্ঠিত ফুটবল, যা অভ্যন্তরীণ ফুটবলের সাথে মিল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *