খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িকে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক হাসপাতালের অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিপাদ্যের বিষয় ছিল “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা,জবাবদিহিতা ও অংশগ্রহণ”।
বৃহস্পতিবার(১৪নভেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল কনফারেন্স রুমে এ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
এ সময় খাগড়াছড়ি সদর হাসপাতালে ২০২৪সালে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মেজর এবং মাইনর সার্জারি,চিকিৎসক সংকট,সঠিক চিকিৎসা সেবা,জনবল সংকট,হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। এসময় সকল সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. সুবল জ্যোতি চাকমা,আরএমও ডা. রিপল বাপ্পি চাকমা,জুনিয়র কনসালটেন্ট পূর্ণ জীবন চাকমা,বাংলাদেশ হেল্থ ওয়াচের সমন্বয়ক মাহরুবা খানম,বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ত্রিনা চাকমা-সহ জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের অন্যান্য সদস্য,সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।