খাগড়াছড়িতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :

২০০৯সালে ফেব্রুয়ারিতে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের ৫৭সেনা কর্মকর্তাসহ ৭৪জনের হত্যার বিচারের দাবিতে সুষ্ঠু তদন্ত ও নিরাপরাধ জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পূনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ।

বুধবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,২০০৯সালের ২৫-২৬ফেব্রুয়ারিতে যে  পিলখানা হত্যাকান্ড হয়েছে,সেটা সম্পূর্ণ একটি পরিকল্পিত হত্যাকান্ড। চাকরিচ্যুত হওয়া সকল নিরাপরাধী বিডিআর সদস্যদের চাকরিতে পূনর্বহাল ও সকল সুযোগ সুবিধার প্রদানসহ সেই হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এবং নিরাপরাধী সকল বন্দি বিডিআর সদস্যদের মুক্তি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত সিপাহী মো. নজরুল ইসলাম খান,হাবিলদার মো. আবু তাহের,সিপাহী উচাই মারমা,হাবিলদার মো. আবুল হোসেন,সিপাহী কদম মোহন চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *