খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে নিশি বিউটি জোনের উদ্যোগে ১দিনব্যাপি স্কিন কেয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বাজারস্থ পানখাইয়া পাড়া রোড সংলগ্ন দ্বিতীয় তলায় নিশি বিউটি জোনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এদিন নিশি বিউটি জোন’র পরিচালক আফরোজা আক্তার নিশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার বলেন,আমরা সকলেই চাই,নারী হিসেবে নিহেদের অবস্থান তৈরি হোক। আমাদের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। নিজের এবং পরিবারের জন্য আর্থিকভাবে অবস্থান তৈরি করতে। যেন কিছু একটা করে নিজেদের অবস্থান তৈরি করুক। শুধুমাত্র চাকরি না,চাকরি ছাড়াও নারীরা বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়া যায়। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
তিনি আরও বলেন,স্কিন কেয়ারের জন্য প্রোডাক্টস গ্রাহকদের মাঝে দেয়া হবে,সেটা যেন ভালো মানের হয়। আস্থা এবং বিশ্বাসের জায়গা যেন তৈরি হয়। সেইসাথে যেন সবসময় ভালো সেবা দেয়ার অনুরোধ জানান তিনি। এ দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কসমিটালোজিস্ট
এ.কে.এস অনিমিথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংরাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখা’র ম্যানেজার দেবাশীষ ত্রিপুরা, আকিকা আক্তার।
এ দিন প্রশিক্ষণে নারীদের চুল এবং ত্বক এর বিষয়ে গভীরতম জ্ঞান এই কোর্সে দেওয়া হয়। কিভাবে হেয়ার স্পা করা হয়, চুলকে গাঢ় কিভাবে রাখা সম্ভব এবং চুলের অভ্যন্তরীণ রসায়ন বিষয়ে যাবতীয় তথ্য এবং জ্ঞান শেখানো হয় প্রশিক্ষণার্থীদের মাঝে। ত্বকের চিকিৎসা আপনার ত্বকের গুণমানকে ফিরিয়ে আনতে সাহায্য করে তাই বয়স্ক মহিলারা তাদের ত্বকের ভালো চিকিৎসা হিসেবে সেবা পায় । এছাড়াও স্কিনকেয়ার দক্ষতা সম্পন্ন বিউটিশিয়ানরা কোর্সে ভাল আয় উপভোগ করতে পারবে।