খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
শনিবার(০৭ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টিমের জার্সি উম্মোচন করা হয়। এ সময় জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উম্মোচন করেন প্রশাসক মো: সহিদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো: মাহবুবুল আলম। এছাড়াও জেলা ক্রীড়া সংগঠক জ্যোতিষ বসু ত্রিপুরা, সুলতান আহমদ ভূইয়া, ক্রিকেট কোচ মুজাহিদুল আলম বাবু, দলের ম্যানেজার ও স্পন্সর প্রতিষ্ঠান নূর ফ্যাশনের স্বত্ত্বাধিকারী আক্তার হোসেন রুবেল,সাংবাদিক আজহার আলী হীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়,জেলা ক্রিকেট দল আগামী ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর প্রথম প্রতিপক্ষ নোয়াখালী জেলা দল। ১২ ডিসেম্বর চাঁদপুর ও ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলা দলের সাথে খেলবে।