খাগড়াছড়ি গুইমারায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’র ৫ম কাউন্সিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :

“ঐক্য শিক্ষা প্রগতি ” এই মূলনীতিকে সামনে রেখে ত্রিপুরা জাতির একমাত্র অরাজনৈতিক, সামাজিক,মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ,গুইমারা উপজেলা শাখা’র উদ্যোগে ৫ম কাউন্সিল,দ্বি-বার্ষিক সম্মেলন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “মানসম্মত শিক্ষা গ্রহণ,প্রযুক্তিতর দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে প্রথম অধিবেশনে আলোচনা সভা ও কৃতিঅনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংরাদেশ গুইমারা উপজেলা শাখা’র সভাপতি অটুল ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা এবং কাউন্সিল’র উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ সময় ধরে ত্রিপুরাদের একমাত্র সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এই সংগঠনটি সূচনালগ্ন থেকে ত্রিপুরা সমাজের পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠী, অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছায়। টিএসএফ একটি শিক্ষা,সচেতনতা,কুসংস্কার,স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।

তাদের এই সকল কার্যক্রম প্রশংসার দাবিদার এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সমাজের জন্য।

আলোচনা সভার পরপরেই জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সংবর্ধনা দেয়া হয়।

দ্বিতীয় অধিবেশনে টিএসএফ’র  পুরাতন কমিটিতে বিলুপ্ত ঘোষণা করে নব-গঠিত ২০২৫-২৬খ্রি: কার্যকরী কমিটিতে  ঘোষণা করা হয়। সভাপতি পদে খুমিতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে দীপক ত্রিপুরা ও পদে গহিতা ত্রিপুরা-কে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট টিএসএফ’র গুইমারা উপজেলা কমিটি’র নাম ঘোষণা ঘোষণা করেন সংগঠনের  কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা। নব-গঠিত কমিটি’র অন্যান্যরা হলেন,সহ-সভাপতি হেদন ত্রিপুরা,যুগ্ম সাধারণ সম্পাদক রিনা ত্রিপুরা,অর্থ সম্পাদক পরিতোষ ত্রিপুরা,তথ্য ও প্রচার সম্পাদক অনিময় ত্রিপুরা,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লপন ত্রিপুরা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুচিন ত্রিপুরা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিটুন ত্রিপুরা,ছাত্রী বিষয়ক সম্পাদক খুনিতা ত্রিপুরা, দহিতা ত্রিপুরা-কে শিক্ষা বিষয়ক সম্পাদক ও আরও ৯জনকে কার্যনির্বাহী সদস্য করে ২১সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

পরে সন্ধ্যায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,বিটিজেকেএস গুইমারা উপজেলা শাখা’র সাবেক সভাপতি ত্রিদ্বীপ নারায়ন ত্রিপুরা,ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সাবেক সভাপতি হরিপদ্ম ত্রিপুরা,বিটিকেএস গুইমারা উপজেলা শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা,বিটিজেকেএস গুইমারা উপজেলার সভাপতি অনন্ত বিকাশ ত্রিপুরা,সিন্দুকছড়ি ইউনিয়নের সভাপতি চনেন্দ্র ত্রিপুরাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *