খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও  পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা ও তারুন্যের প্রতিজ্ঞা খাগড়াছড়ি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল ” দেশ বদলাই পৃথিবী বদলাই”।

বুধবার(০১জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে এসে আবার কার্যারয়ে এসে শেষ হয়। পরে পৌরসভার উদ্যোগে খাগড়াছড়ির পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। 

বর্ণাঢ্য শোভাত্রায়  জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েল,জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

শোভাযাত্রার পরপরেই পৌর শহরের সুইসগেইট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ পরিছন্নতা অভিযান কার্যক্রম ১জানুয়ারি থেকে আগামী ১৯ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ দিন পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারা।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, তারুণ্যের উৎসবের অন্যতম স্লোগান হচ্ছে “দেশ বদলাই পৃথিবী বদলাই”। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আমরা আজ থেকে ১৯ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পৌরসভার প্রত্যেক এলাকায় বর্জ্য অপসারণ করা হবে। পাশাপাশি  এলাকাবাসীদের আমরা অনুরোধ জানাবো,তারা যেন ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে এবং নিজেরাই যেন আবর্জনা ফেলা থেকে সচেতন হতে হবে। সর্বোপরি তিনি খাগড়াছড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন,বর্তমান সরকারের কর্মসূচি তারুণ্যের উৎসবকে ঘিরে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও   দপ্তর খাগড়াছড়িতে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। খাগড়াছড়ি শহরের নালা-নর্দমা ও বিভিন্ন বর্জ্য অপসারণের মধ্যদিয়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম হাতে নিয়েছি। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে শহরবাসীকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি,শহরকে পরিচ্ছন্ন রাখা। যাতে করে এই নগরকে সবাই মিলে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারি,এজন্য আমাদের সকলকে এ উদ্যোগের সাথে সামিল হতে হবে। শহরের আশেপাশে যারা বসবাস করছেন, তাদেরকে আমরা উৎসাহ দিতে চায়। স্থানীয় ও পৌরসভার মাধ্যমে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *