খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাযায় সকালে আলুটিলা ২০ নং এলাকায় খাগড়াছড়ি গামী সিমেন্ট বোঝায় ট্রাকের চাপায় মাটিরাঙ্গা গামী মোটরসাইকেলের চালক মো. ফিরোজ নিহত হন, সে বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো. কামাল এর ছেলে। এ ঘটনায় আরোহী মো. রাকিব কাজী আহত হয়েছেন, সে গোপালগঞ্জ চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে । তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন আছেন। তাকে অবস্থা চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা মোটামুটি ভালো। পরে পরীক্ষা নিরিক্ষা করার পর আরো জানা যাবে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন সকালে খাগড়াছড়ি আলুটিলা ২০ নং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. ফিরোজ মারা যান, আর একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।