খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ঋতুরাজ বসন্ত বরণ ও পিঠা উৎসব

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :
ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরূপ রূপময়। আর সেই সাথে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজেও লেগেছে বসন্তের রঙ। শুরু হয় কলেজ ক্যাম্পাসে বর্ণিল বসন্ত বরণ ও পিঠা উৎসব এতে বিভিন্ন স্টলে বাহারী পিঠার দেখা মেলে।

এ দিন পিঠা উৎসব পরিদর্শন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা,কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ রিয়াজুল হক সোহেল,প্রভাষক জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বসন্তের বিভিন্ন গান, কবিতা, গল্প ও নাচের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে ‘বসন্ত বরণ ও পিঠা উৎসব সম্পন্ন হয়।

মূলত এই উৎসবটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।।

বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে তরুণীরা বসন্ত উৎসবে হলুদ শাড়ী পড়ে ও সাজগোজ করে দলে দলে আসেন। এ সময় তাদের চোখে মুখে আনন্দের ছোঁয়া দেখা যায়। নিজস্ব তৈরি চিকেন মোমো,ইলিশ পিঠা,পাক্কন পিঠা,জিমের পিঠা,লাচ্ছা বড়া,সান্নি পিঠা,ছোলা বুট,আচার,পাস্কা,বস বড়া,পাজন,বড়া-পিঠা,ভাপা নারিকেল পুরি,পাটিশাপটা পিঠা,কুমড়ো পিঠা,জাসাই পিঠা,কামরাঙ্গা পিঠা,নকশি পিঠা,মিষ্টি আলুর পিঠাসহ নাম না জানা আরও বিভিন্ন ধরনের পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলার পরিণত হয় পুরো কলেজ প্রাঙ্গণ। তরুণীরা নতুন-পুরাতন বন্ধু ও কলেজের প্রাক্তন ছাত্রীদের একে-অপরকে কাছে পেয়ে আলিঙ্গন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *