স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি: দ্রুত বাস্তবায়নের আহ্বান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
উচ্চতর গ্রেডসহ ৬ দফা দাবির বাস্তবায়নে খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের জোরালো অবস্থান কর্মসূচি। সিভিল সার্জন কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই আন্দোলনে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে উচ্চারিত দাবি।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
স্নাতক শিক্ষাগত যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের টেকনিক্যাল পদ মর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন স্কেল ও পদ মর্যাদা পুনর্মূল্যায়ন।
স্বাস্থ্য সহকারীরা দাবি করছেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের অবদান অনস্বীকার্য। অথচ যুগোপযোগী নিয়োগ বিধি, গ্রেড ও পদোন্নতিতে দীর্ঘদিন অবহেলিত হয়ে আসছেন তারা। এ অবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি এডিসন চাকমা, সাধারণ সম্পাদক কিরণ কুমার ত্রিপুরা, মুখপাত্র মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুস, সিনিয়র সহ-সভাপতি বিবেকাময় রোয়াজাসহ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্যকর্মী।

৬ দফা দাবিসমূহ একনজরে:
১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন ও স্নাতক শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সম্পন্নকারীদের টেকনিক্যাল পদ মর্যাদাসহ ১১তম গ্রেড।
৩. পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার আলোকে সকলকে স্নাতক স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল/উচ্চতর গ্রেড পূর্বের স্কেলে হিসেব করে নতুন স্কেলে সমন্বয়।
৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণ।

এ সময় বক্তারা বলেন, “আমরা শুধু নিজেদের অধিকার চাই, অবমূল্যায়ন নয়। স্বাস্থ্যখাতের অগ্রগতিতে মাঠ পর্যায়ে আমাদের কাজের স্বীকৃতি সময়মতো না পেলে জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হবে।” স্বাস্থ্যসেবা কাঠামোতে ন্যায্য অধিকার আদায়ে এই আন্দোলন হবে এক মাইলফলক—এমনটাই প্রত্যাশা স্বাস্থ্য সহকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *