মোঃমাহমুদুল হাসান রিয়াদ, বামনা প্রতিনিধি:
বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ বরগুনা পরিদর্শক হাবিবুর রহমান,জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই নিসচা বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি, আইডিয়াল কলেজ শিক্ষক গোবিন্দ মালাকার প্রমূখ। বরগুনা জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।