সুমন চৌধুরী, চট্টগ্রাম পটিয়া :
মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্টতা আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় বিভিন্ন ব্যাংক থেকে চট্টগ্রামের হাজার হাজার কর্মীকে চাকরীচ্যুতি ও শিল্প কারখানার অর্থনীতি ধ্বংসের রাষ্ট্র বিরোধী ফ্যাসিবাদী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। ২৩শে নভেম্বর শনিবার সকাল ১১ টার সময় পটিয়া থানার মোড়-এ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনসানিয়াত বিপ্লব কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াস শাহ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,অবৈধ দলীয়করন-অন্যায়- অবিচার-বৈষম্য-বিদ্বেষ-স্বৈরাচারী আচরন ও মানবতা বিরোধী অপরাধ । রাষ্ট্রের কাজ নাগরিকদের চাকুরী রক্ষা করা, চাকুরী হরন করা নয়, চাকুরী হরন করার মাধ্যমে জীবিকা লুণ্ঠন করে, রুটি রুজি রুদ্ধকরে, উপবাসে হত্যা করা জালিম ফ্যাসিষ্ট এর কাজ । এভাবে স্বৈরাচারী জবরদখল করে নাগরিকদের রুটি রুজি ও শিল্প কারখানা অর্থনীতি ধ্বংস করা চরম অন্যায়। প্রতিটি মানুষকে যার যার বিশ্বাস আদর্শ মত পথ নিয়ে নিজ নিজ জীবনের নিরাপত্তা স্বাধীনতা রুটি রুজি রাষ্ট্রীয় নাগরিকত্ব ও বিশ্ব নাগরিকত্ব নিয়ে সব মানুষকে সমানভাবে চলার অধিকার দান করেছেন। কোন ব্যক্তি বা সরকার বা রাষ্ট্র কারো জীবনের মালিক বা প্রভু হতে পারে না,কারো অধিকার স্বাধীনতা হরন করতে পারে না। ইমাম হায়াত বলেন, সকল নাগরিকের রুটি রুজির সুরক্ষায় একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লবে সত্য ও মানবতার তপনদের একযোগে এগিয়ে আসার শাহ্বান জানান। উক্ত মানববন্ধন কর্মসূচিতে শতশত নারী পুরুষ অংশ গ্রহণ করে।