সুমন চৌধুরী চট্টগ্রাম (প্রতিনিধি)
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সনাতনধর্মের জন্মাষ্টমীর শোভাযাত্রার আয়োজন বাতিল করে তারা বন্যা কবলিত মানুষের জন্য সংগৃহীত টাকা সাহায্যের কাজে ব্যয় করবে বাংলাদেশের থানা ও উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটি,
বন্যা পরিস্থিতি আরো খারাপ হলে দোহারের ৪৫ টি মন্দির কমিটি থেকে যৌথভাবে ফান্ড গঠন করে তাদের পাশে থাকার সিদ্ধান্ত ও গৃহীত হয় ।
এভাবেই
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
এগিয়ে যাক ।
জীবের প্রেম করে যেইজন , সেইজন সেবিছে ঈশ্বর,
সনাতনী হিন্দুগণের এমন মন্তব্য করেছেন,