সুমন চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি :
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্কসবাজর হাইওয়ে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার কৃষি ব্যাংক সংলগ্ন ইউটার্ন পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন যুবক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নিহত মিলনের কর্মস্থল ডেইরি ফার্মের মালিক মো. জসিম উদ্দিন ও চমেকের জরুরি বিভাগে কর্মরত মোহাম্মদ আজম।
জানা যায়, নিহত মো. মিলনের বাড়ি ভোলা জেলা। সে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং তালতল এলাকার একটি ডেইরি ফার্মে চাকরি করেন। ফার্মটির মালিক মো. জসিম উদ্দিন।
ঘটনা সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় ইউটার্ন নিতে গিয়ে একটি মুরগির খালি
পিকআপ গাড়ি (চট্ট মেট্টো-ম ৫১-১৭১৩) ও মোটর সাইকেলের
(চট্টমেট্টো হ ১৭-৩৬৫৫) মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী ও তাঁর সঙ্গে থাকা অপর যুবক পিকআপ গাড়ির ধাক্কায় সড়ক থেকে দূরে ছিটকে পড়েন। দৃশ্যটি দেখে এলাকার লোকজন দৌঁড়ে এসে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মোটর সাইকেল আরোহী মিলন মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।
এ ঘটনায় পিকআপের চালক এবং গাড়িটি জব্দ করা হয়েছে কিনা জানাতে পারেননি থানা পুলিশ। তবে কর্ণফুলী থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে খবর পেয়েছেন। এ ঘটনায় খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ।