সুমন চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়া মেট্রোর উদ্যোগে, পটিয়ার একটিভ FA দের কে নিয়ে পটিয়া মেট্রো অফিসে FA Development Meeting আয়োজন করা হয়েছে। এতে নতুন ও পুরাতন এফ লির্ডাস ক্লাব করা লিডার দের জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা সকলের মাঝে উঠে এসেছে,সামনের দিনে মিথ্যা তত্ত্ব দিয়ে বীমা না করার উপদেশ দেন সিনিয়র লিডারগন, সোনালী লাইফ ইনসুরেন্সের এমন একটি কোম্পানি যা কমিট মেন্ট রক্ষায় ও গ্রাহক সেবায় স্মার্ট টেকনোলজি ব্যাবহারে গ্রাহকের ডিউ ডেইটে পেমেন্ট দিতে ৭ দিনে ঐক্যবদ্ধ, সোনালী লিডার গন আরো গ্রাহক সেবার দোরগোড়ায় বর্তমানে সোনালী বীমা বাংলাদেশের নাম্বার ওয়ান রয়েছেন,বলে গ্রাহক সেবা সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের( DMD) জনাব তমজিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুল করিম। সকলের উপস্থিতি এফ ও নতুন নতুন মাঠ কর্মীদের উপস্থিতি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য পটিয়া মেট্রোকে ধন্যবাদ জানাচ্ছি।