মিরসরাইয়ে ৩ টি সড়কের বেহাল দশা দূর্ভোগ চরমে

নুর নবী রাসেল মিরসরাই প্রতিনিধি 

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে সেই সাথে ভয়াবহ দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যাত্রী ও শিক্ষার্থীদের। সড়কে খানা খন্দ আর গর্ত সৃষ্টি হওয়ায় বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। 

জানা যায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্ট টেকের হাট সড়ক, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক, ৮ নং দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর কমিউনিটি সড়ক ইত্যাদি। এই সড়কের কোথা কোথাও বড় বড় গর্ত আর খানা খন্দের কারণে যাতায়াত ব্যবস্থা চরমে ভেঙে পড়েছে। 

এলাকাবাসী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নং  দূর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শিকার জনার্দ্দনপুর কমিউনিটি ক্লিনিক সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ ৮ বছর যাবত এই সড়কটির কাজ না হওয়ায় যাতায়াত করতে কষ্ট হয়ে পড়েছে প্রায় ৬০ টি পরিবার। 

এই সড়ক দিয়ে, ঝুলনপোল, বামনসুন্দর দারোগারহাট, শিকার জনার্দ্দনপুর, ছত্তর ভূইয়ার হাট, ১০ নং ইউনিয়নের প্রায় অসংখ্য মানুষ এই সড়ক দিয়ে যাওয়া আসা করে এবং জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর নগেন্দ্র উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের আরো ২-৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী যাওয়া আসা করে। কিন্তু সড়কের এমন  বেহাল হওয়ায় যাওয়া আসা করতে কষ্ট হয়ে পড়ে। 

মুহুরী প্রজেক্ট টেকের হাট সংস্কার কাজ হয়নি প্রায় ২০ বছর যাবত। ফলে দূর্ভোগ ও ভোগান্তির শেষ নেই এই সড়ক দিয়ে যাওয়া আসা করা ৭-৮ টি গ্রামের ও শিল্পজোনের প্রায় হাজারো মানুষের। 

বলছি, চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন এর ৭ ,৪,৩,২,১ ওয়ার্ড আওতাধীন খুবই গুরুত্বপূর্ণ সড়ক মুহুরী প্রজেক্ট টেকেরহাট সড়কের কথা। এই সড়কটির দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। 

এই সড়ক দিয়ে প্রতিদিন চুনিমিজির টেক বহদ্দার গ্রাম ভূঁইয়া গ্রাম হাফিজ গ্রাম জমদার  ফকিরের তালুক সাব উদ্দিন নগর এর হাজারো মানুষ ও ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়  মাদবার হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাদবার হাট নুরানী মাদ্রাসা মোস্তফা একাডেমী স্কুল ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় টেকের হাট মাদ্রাসা, জেবি শিশু কানন, জোরারগঞ্জ মহিলা কলেজ, বারৈয়ারহাট কলেজ মিরসরাই কলেজ, নিজামপুর কলেজ মহাজন হাট কলেজ এর অসংখ্য শিক্ষার্থী যাওয়া আসা করে।

স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, আমরা অনেকবার মেম্বার চেয়ারম্যান কে বলার পরও তারা এই সড়কের কাজ করেননি এই সড়কটির এমন অবস্থা হয়েছে যে, খালি পায়ে হাটাও কষ্ট হয়ে পড়ে তিনি আরো বলেন, একবার বিএনপির আমলে এই সড়কটি সংস্কার হয়েছিল কিন্তু এই ২০ বছর যাবত এই সড়কটি আর সংস্কার হয়নি। 

এই সময় তিনি আরো বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন আশে পাশের এলাকা ও শিল্পজোনের লোকজন ও দূর দূরান্তের স্কুল, কলেজের শিক্ষার্থীরা যাওয়া আসা করে এত মানুষের এই সড়ক দিয়ে চলাচল কোন সরকার বা জনপ্রতিনিধি এই সড়কের কাজ করেননি তাতে বর্ষার সময় আমাদের এই সড়ক দিয়ে চলাচল করতে কষ্টসাধ্য হয়ে পড়ে এই ভোগান্তির শেষ কোথায়? 

এই সড়কের এমন অবস্থা হয়েছে যে, সড়কের কার্পেটিং উঠে গিয়ে পুরু সড়কটি বড় বড় গর্ত, কোথাও কোথাও খানা খন্দে সৃষ্টি হয়েছে আর তাতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই সড়কটির। 

অতি দ্রুত এই সড়কটি সংস্কার করা না হলে এই ইউনিয়নের মানুষের চলাচলে ভোগান্তি ও দূর্ভোগ কমবে না তাই অতি শীঘ্রই এই সড়কটি সংস্কার করার দাবী জানান সর্বস্তরের মানুষ।

অতি বন্যার কারণে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কে বড় বড় গর্ত আর খানা খন্দের কারণে যাতায়াত ব্যবস্থা চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম মিরসরাই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়ক। যতদূর যায় পুরু সড়কটি গর্ত এবং খানা খন্দে বেহাল । এই সড়ক দিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাওয়া আসা করে। কিন্তু সড়কের বেহালের কারণে তাদেরকেও ভোগান্তি পোহাতে হয় চরমে। এছাড়াও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে যাওয়া আসা করে। 

এই সড়ক দিয়ে মুহুরী প্রজেক্ট মৎস্য প্রকল্পের অসংখ্য গাড়ি যাতায়াত করে এবং ছোট বড় শতাধিক গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে। অন্যদিকে মুহুরী প্রজেক্ট পর্যটন কেন্দ্র হওয়ার ফলে এই সড়কের সংস্কার অতি জরুরী বলে মনে করেন পর্যটকরাও। 

এই সড়কের বেশিরভাগ স্থানে বিটুমিন উঠে গিয়ে খানা খন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে যাতায়াতে প্রতিদিন বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দা, যাত্রী, পর্যটক এবং শিক্ষার্থীদের। অতি শীঘ্রই এই সড়কটি যেন সংস্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *