খাগড়াছড়ি প্রতিনিধি: ঋতু পরিবর্তনের সাথে সাথে সারাদেশসহ খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও প্রচণ্ড শীত পড়েছে। শুধু শীত নয়, শুরু হয়েছে রীতিমতো শৈত্যপ্রবাহও। কয়েকদিন ধরে দিনের বেলায় গরম হলেও রাতের দিকে প্রচন্ড শীত পড়ছে।সেইসাথে শৈত্যপ্রবাহও কমবেশি পড়ছে। পার্বত্য জেলার বিভিন্ন স্থানের হত-দরিদ্র ও অস্বচ্ছল পরিবার এবং জনজীবন শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ, অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষরা যারপরনাই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামাঞ্চলেও রাতের দিকে শীত জেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছে খেতে খাওয়া লোকেরা। অনেকেরই গায়ে নেই শীত নিবারণের জন্য এক টুকরো উষ্ণ কাপড়ও। এ সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ।
শুক্রবার (০৬ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা সদর ইউনিয়নের গামারীঢালা এলাকায় শতাধিক পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এ সময় জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা,হেলা পরিষদ সদস্য মো. মাহবুব আলমসহ গামারীঢালা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।