গাছবান প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন কুমারধন পাড়া একাদশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে গাছবান সচেতন যুব সমাজের উদ্যোগে গাছবান প্রিনিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০৬জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি সদরস্থ গাছবান কিলোমিটার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য পূ্র্ণভূষণ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

দুই সপ্তাহব্যাপি টুর্নামেন্টে ১৭টি দল অংশ নেন। এরমধ্যে অপ্রতিরোধ্য দুটি দল ফাইনাল ম্যাচ খেলার গৌরব অর্জন করেন।

এদিন ফাইনাল ম্যাচে বাওড়া একাদশকে ৩৬রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কুমারধন পাড়া একাদশ।

এ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন উশ্যেপ্রু মারমা।

উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা বলেন,ক্রিকেট হচ্ছে ইংরেজি শব্দ। ক্রিকেটের বাংলা হচ্ছে ঝি ঝি পোকা। আমরা আকাশের দিকে তাকালে ঝিলমিল ঝিলমিল করে এদিকে ওদিকে ছোটাছুটি করে থাকে। তাই বাংলায় এই খেলাকে আমরা ঝি ঝি পোকার সাথে তুলনা করা হয়। ব্যাটে বল লাগলে বল যেদিকে যাবে, সেই দিকেই খেলোয়ারেরা আটকানোর জন্য দৌঁড় দেয়। ক্রিকেট খেলাকে রাজাদের খেলাও বলা হয়ে থাকে। বর্তমানে এই রকম খেলা আয়োজন অত্যন্ত প্রয়োজন। এ খেলার আয়োজনের কারণে এলাকায় শৃঙ্খলার সুঘ্রাণ পাচ্ছে। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও বিজয়ী দলের মাঝে প্রাইজমানি প্রদান করা হয়।

এ সময় জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ,ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা,ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *