খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
“আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্ম ও তৃণমূল উন্নয়ন সংস্থা’র সার্বিক সহযোগিতায় ইয়ুথ কার্নিভ্যাল,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল ” আস্থার মূলনীতি,সাম্প্রদায়িক সম্প্রীতি”। বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারি) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দিনব্যাপ ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্মের সভাপতি সাধন কুমার চাকমা। ইয়ুথ কার্নিভ্যালের মূল লক্ষ্য হচ্ছে দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমের সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করা। করতৃণমূল পর্যায়ে সংগঠিত সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষা,সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করার জন্য দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন।

দিনব্যাপি এ ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলার ৯উপজেলার তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের সদস্যরা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের কারুকাজ ও পণ্য প্রদর্শন করেন। ইয়ুথ গ্রুপের সদস্যরা বিভিন্ন ধরনের ঐতিবাহী পণ্য ও পিঠাপুলি নিয়ে পসরা সাজিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা।এ আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম,জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগমসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *