স্নাতক শেষ হলো না তারেকের, বাড়ি ফিরলেন ফ্রিজারে

মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ফুটবল খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের নিজ কক্ষে ফেরেন তারেক। একটু পরে বুকে ব্যাথা অনুভব করলে এবং অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারেকের গ্রামের বাড়ি নড়াইল জেলার আলাদাতপুর গ্রামে। পরিবারে তিনি বড় ছেলে ছিলেন এবং তার একমাত্র ছোট বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারেকের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধবসহ বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

হার্ট ফেইলে তারেক মারা যায় বলে নিশ্চিত করেছেন নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান। হাসপাতালে নেওয়ার আগেই তারেকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

তারেকের মৃত্যুর খবরে শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, ‘তারেক খুবই আন্তরিক ও ভদ্র ছেলে ছিলো। আমি তাকে বিভিন্ন সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সৃজনশীল কাজ করতে দেখেছি। তার এই অকাল মৃত্যুতে আমরা পুরো শিক্ষা প্রশাসন পরিবার শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান বলেন, ‘আমরা তার অসুস্থতার খবর শুনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছি। ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং বিশ্ববিদ্যালয় হতে নিজস্ব পরিবহনের মাধ্যমে তার পরিবারের কাছে নড়াইলে লাশ পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। শিক্ষক ও তার সহপাঠীদের  সহযোগিতায় তারেকের মৃতদেহ তার গ্রামের বাড়ি আলাদাতপুরে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *