রাঙামাটিতে কেন্দ্রীয়  ছাত্রদলের নেতৃবৃন্দর সাথে রাবিপ্রবির শিক্ষার্থীদের মতবিনিময় 

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি 

রাঙামাটিতে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

” শিক্ষার্থীর চোখে ছাত্র রাজনীতি ও বাংলাদেশ”  এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে আগত অতিথিরা, বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, এই ৩১ দফা দেশ ও জাতীর  কল্যাণে দেয়া হয়েছে। বিগত স্বৈরাচার সরকার দেশ পরিচালনা করার সময় দেশের জনগণ শান্তিতে ছিলো না।  স্বাধীন ভাবে মতপ্রকাশ করতে পারেনি।  এমনকি দেশের স্বাধীন গণমাধ্যমকে গলা টিপে ধরে ছিলো।  গণমাধ্যম  কর্মীদের  স্বাধীন ভাবে কাজ করতে দেয়া হয়নি। নেতৃবৃন্দরা, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।

এসময়  উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসেত,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ,রাজু আহামেদ,  রাঙামাটি জেলা ছাত্র দলে সভাপতি মো. সাব্বির আহামেদ,  সাধারণ সম্পাদক আলী আকবর সুমন সহ অন্যান্যে নেতৃবৃন্দরা।

এতে কেন্দ্রীয় ছাত্রদের নেতৃবৃন্দরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি।শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি। 

মতবিনিময় সভা শুরুতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বেশ কিছু গাছ রোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *