যশোরের শার্শা বেনাপোলে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

মোঃ ইমরান হোসেন হৃদয় ,

 যশোরের বেনাপোলে ৬২ (বাষট্টি) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। 

শক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যশোর র‌্যাব-৬ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক (ফ্লাইট লেফটেন্যান্ট) রাসেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকালে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন, বেনাপোল বাহাদুরপুর (পূর্বপাড়া) গ্রামের জাকির হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), ধান্যখোলা গ্রামের আবু বক্করের ছেলে জসিম উদ্দিন (৩৫), ও শার্শা থানার দূর্গাপুর (উত্তরপাড়া) গ্রামের আব্দুল মোমিনের ছেলে  ইমরান হোসেন (২৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তের বাহাদুরপুর গ্রামের জনৈক সাগরের বাড়িতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে, এমন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির সহযোগিতায় বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ডে জনৈক সাগরের বসতবাড়িতে যৌথ অভিযানে ঐ তিনজনকে আটক করেন। পরে আসামীদের জিজ্ঞাসাবাদ করলে সাগরের শয়নকক্ষের মধ্যে চৌকির নিচ হইতে মোট ৬২ (বাষট্টি) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

যার আনুমানিক বাজার মূল্য ১২,৪০,০০০ (বার লক্ষ্য চল্লিশ হাজার) টাকা।জব্দকৃত মাদক ও তিনজন আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে ওই প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *