মো. সোহরাওয়ার্দী সাব্বির ,রাঙামাটি
রাঙামাটির বরকলে লঞ্চঘাট চেকপোস্টে ছোটহরিণা টু রাঙ্গামাটিগামী যাত্রীবাহী একটি স্পীড বোটে তল্লাশি অভিযান পরিচালনা করে ০২ জন ভারতীয় নাগরিকসহ ০৭ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ তারিখ বিকেলে বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর অধীনস্থ লঞ্চঘাট চেকপোস্টে দায়িত্বরত বিজিবির জিপি সদস্যরা ছোটহরিণা হতে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী স্পীড বোটে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় স্পীড বোটে থাকা ০৬ জন যাত্রীর মধ্যে ০২ জনের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের লুংলে জেলার দিমাগরী থানার ত্রিপুরাঘাট গ্রামের অঞ্জন কুমার চাকমার ছেলে সুরেশ চাকমা (৩৯) এবং মৃত জ্বলন্ত কুমার চাকমার ছেলে অরংখান চাকমা (৩০)। তারা আরও জানায়, তাদের কাছে কোনো ভিসা-পাসপোর্ট নাই। তারা অবৈধভাবে থেগামুখ এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।
পরবর্তীতে তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্য হতে বাংলাদেশী নগদ ২,৬৯,১০০/- (দুই লক্ষ ঊনসত্তর হাজার একশত) টাকা ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভারতীয় নাগরিক সুরেশ চাকমার এবং উক্ত মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার নিকট থেকে তার ছবি সম্বলিত ভারতীয় ইলেকশন কমিশনের আইডি কার্ড ও তার নিজের আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও ভারতীয় নাগরিকদের সহযোগী হিসেবে উক্ত স্পীড বোটের চালকসহ ০৫ জন বাংলাদেশী নাগরিককেও আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক এবং তাদের সহযোগী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর কার্যক্রম