ফরহাদ হোসাইন, কয়রা খুলনা প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলায় ৪নং গ্রামের ৭ নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমান সানা, পিতা মৃত জাবেদ আলী সানা এর পরিবারের বসতবাড়ি জবরদখল করে ঘরবাড়ি স্থাপন করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৫ (নভেম্বর) সোমবার সকাল ১১ টার সময় কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের ৪ নং গ্রামে।
ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৪নং কয়রার কয়রা মৌজার এস এ ৬০২ খতিয়ানে এসএ ৩৬৪৫ দাগে ‘৩৩ শতক ও এস এ ৩৬৪৩ ও ৩৬৪৪ দাগে ০৬ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করিয়া দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছিল। হঠাৎ সোমবার বেলা ১১ঃ০০ টার সময় মোঃ আজু সরদার পিতা মৃত বারিক সরদার ও মোঃ ইছাক আলী সানা পিতা পির আলী সানাসহ ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাবিবুর রহমান সানার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বসতঘর ও ঘেরা বেড়া ভাঙচুর করে তার জায়গা জোরপূর্বক দখল করে ঘরবাড়ি স্থাপন করে।
উক্ত বিষয়টি নিয়ে আজু সরদার কে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে সংযোগ করা সম্ভব হয়নি , এমত অবস্থায় স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, উক্ত জমি তার মায়ের ওয়ারেশ সূত্রে সে দাবিদার ।
বিষয়টি ৫ নং কয়রা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘকাল যাবত দন্দ লেগে আছে ও স্থানীয়ভাবে অনেকবার সালিশ মীমাংসা হওয়া শর্তেও তারা কোন সালিশ বিচার মানে না। তবে দখলের বিষয়টি আমার জানা নাই।