ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে রাতে নিখোঁজের পর সকালে যমুনা নদীর পার থেকে উদ্ধার করা হয়েছে সাবেক ওয়ার্ড মেম্বারের মরদেহ।
উদ্ধারকৃত মরদেহটি ২নং বেলগাছা ইউনিয়নের প্রজাপতি গ্রামে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সনাক্ত করার পর জানা যায়, তিনি ৭নং পাথর্শী ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার আব্দুল হাই (৬০)
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। সারারাত খোঁজাখুজি করে না পাওয়ায় শনিবার (৩০ নভেম্বর) সকালে ২নং বেলগাছা ইউনিয়নের প্রজাপতি গ্রামে স্থানীয় লোকজন যমুনা নদীর পাড়ে একটি মরদেহ দেখতে পায়।
পরে ইসলামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানাযায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। আগামীকাল ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।