খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারীকে আটক করেছে পুলিশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী মো: রাসেলকে আটক করেছে পুলিশ। সে সিএনজি চালক বলে জানা গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরি পাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকী দাস (৫০) কে নৃশংসভাবে খুন করে । এ সময় ওই নারীর গলার হার ও কানের দুল নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চুমকী দাস তপন কান্তি দাশের স্ত্রী।

অনুসন্ধানে জানা গেছে, সিএনজি চালক রাসেল চুমকী দাসের পুত্র প্রান্ত দাশ থেকে বেশ কিছুদিন আগে এক লক্ষ টাকা হাওলাত নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সাথে বিরোধ দেখা দেয়। হত্যার আগে রাসেল চুমকী দাশের সাথে কথা বলতে বাসায় গিয়েছিল।

খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, এটি বিচ্ছিন্ন ও চুরির ঘটনা। ঐ নারীর শরীরের স্বর্ণালংকার নিয়ে যেতে বাঁধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা নিছক অপপ্রচার।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম জানান, সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

চুমকি দাশের ছেলে প্রাপন্ত দাস সন্ধ্যায় গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *