সেলিম চৌধুরী, রংপুর :
গতকাল ২৪ ডিসেম্বর, মঙ্গলবার, বিকেল ৫ টা ৩০ মিনিটে, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক জন ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামীর নাম, মোঃ বুলবুল, পিতা, মৃত আঃ হাকিম কে ১৫ বোতল ফেনসিডিল ও মোবাইল সিম ৬১ পিচ, মোবাইল সেট দুইটি ও ইয়াবা সেবন এর জন্য ব্যবহৃত ফুয়েল সহ রংপুর হারাগাছ এর, কাজীপাড়া ( কসাইটারি ) তে আটক করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ” মোঃ বুলবুল ” ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বুলবুল কে, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।