রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
ভারতীয় ১৪৫ বস্তা জিরা,মিনি ট্রাকসহ চোরাচালান চক্রের ৩ জনকে আটক করেছেন জামালপুর ডিবি পুলিশ।
শনিবার(২৮ডিসেম্বর)ভোর ০৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদরে ডাকপাড়া এলাকার জামালপুর টু শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে আনায়ন করা ১৪৫ বস্তা জিরা ও একটি মিনি ট্রাকসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন রাকিব মিয়া সজিব(২০), মোস্তাক আহম্মেদ(২৪) ও মাহমুদুল আল হাসান লিখন(৩৬)।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (বিপিএম-সেবা) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা এসআই(নিঃ) আসাদুজ্জামান ও সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি অভিযানিক দল জিরা ট্রাক গাড়িটি আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে জামালপুর সদর থানার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)/২৫ ডি মামলায় আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।