ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশিকে আটক

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি :

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও মাদকসহ আর একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার (১ জানুয়ারি) বেনাপোলে ধান্যখোলা বিওপি, রঘুনাথপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপিতে এসব অভিযান চালানো হয়।

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিরা হলেন— সিদ্দিক বিশ্বাস (২২), ইয়াসিন বিশ্বাস (২৮), সুমন শেখ (১৯), রমজান আলী (৩০), মোছাম্মদ রাবেয়া খানম (৬), মোছা. মাবিয়া খানম (৪) ‍ও আলামিন শেখ (২৫)। অবৈধ অনুপ্রবেশকারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পৃথক অভিযানে একজন আসামি আটকসহ ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন আসামিসহ সর্বমোট ১৩ লাখ ১২ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করা হয়েছে, গ্রেফতারকৃত আসামি জেলার ঘোপ নওয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. শহিদুল ইসলাম।

তিনি আরও জানান,  আর একটি অভিযানে পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের প্রাক্কালে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *