ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুর সদর ইউনিয়নে ফসলি জমিতে মাটি কাটার অপরাধে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান জানান, কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অবৈধভাবে কৃষি জমির উপর মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।