খাগড়াছড়িতে জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে।

সোমবার(১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, নাশকতার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর হামলা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, খোকনেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুই দফা সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিগত দিনে জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষাসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন দূর্নীতি-অনিয়মের অভিযোগ ছিল।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে এ পর্যন্ত পৌনে এক শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *