
মোঃ আরিফ শরীফ, লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল) :
নড়াইলের জেলার লোহাগড়া উপজেলাতে অবস্থিত ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে এ জার্মান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্র দেখিয়ে জিম্মি করে প্রায় ৪ লক্ষধিক টাকার স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে গত মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক দেড়টার সময়ে একদল ডাকাত ওই গ্রামের জার্মান প্রবাসী মো. রাজীব হোসেনের একতলা বাড়িতে হানা দেয়। ডাকাত দল কৌশলে বাড়ির টিন খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে ওই প্রবাসীর বৃদ্ধ পিতা মো. তারেক হোসেনকে (৮০) চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে এবং প্রবাসীর মা হাওয়া বেগমকে (৬৭) জিম্মি করে তার কাছ থেকেদেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে থাকা এক ভরি ওজনের স্বর্নের বালা, কানে থাকা স্বর্ণের দুল, একটি নাক ফুল ও নগদ কিছু টাকা ডাকাতি করে। এসময় প্রবাসীর মাতা হাওয়া বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মো. তারেক হোসেনকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাই নাই। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেএবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।