
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা: দেশব্যাপী ধর্ষণ-ছিনতাইয়ের বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারী) ইসলামপুর অডিটরিয়াম সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিন করে থানার গেইটে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলা সভাপতি মানসূর আহমাদ আবির, উপদেষ্টা আলাল উদ্দিন, ইসলামপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া,সদস্য রকিবুল ইসলাম প্রমূখ ।
বক্তারা, নারীর শ্লীলতাহানি সমাজের জন্য লজ্জা বলে উল্লেখ করে ধর্ষণ-ছিনতাই রুখতে, অপরাধীর শাস্তি নিশ্চিত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের কঠোর প্রয়োগ এবং সমাজিক সচেতনতার মাধ্যমেই সহিংসতা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
