যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩, উদ্ধার ১

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নৌ-বাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক করা হয়েছে। এসময় অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নৌ-বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে টেকনাফ উপজেলাস্থ হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ-বাহিনী ও পুলিশ।

আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন,আলতাস ও মুজিব।তারা তিনজন একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারী হেলাল উদ্দিনকে তার ২ সহযোগীসহ আটক করা হয়। এসময় তার বাসা হতে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী হতে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

আটককৃত হেলাল উদ্দিনের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *