রংপুর মেডিকেল কলেজে মানববন্ধন

সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন,ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ ছাত্র দল মানববন্ধন করেন।
১০ মার্চ সোমবার রংপুর নগরীর মেডিকেল মোড়ে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ডা.মো হাসান আলী সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদল, প্রাইম মেডিকেল কলেজ ছাত্রদল
কমিউনিটি ডেন্টাল কলেজ ছাত্রদল শাখার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ধর্ষকদের বিচার কার্যক্রম না হয় তবে রংপুর থেকে সারা বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *