ইসলামপুরে ভেজাল দই তৈরী কারখানায় অভিযান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: রমজান প্রায় শেষ,আসছে‌ ঈদ। এমন সুযোগকে কাজে লাগিয়ে ইসলামপুরের দই কারিগররা ক্রেতার অধিক চাহিদা থাকায় সুস্বাধু দই তৈরিতে ব্যবহার করছে বিষাক্ত ক্যামিকেল। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এসব ক্যামিকেল ব্যবহার করে দই তৈরি করে বিক্রি করে সাধারণ ক্রেতাদের কাছ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা।
শনিবার (২৯শে মার্চ) বিকালে নিন্মমানের দই তৈরীর খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ। তিনি সরেজমিন গিয়ে দই দোকানগুলো অভিযান করে প্রত্যেক দোকান থেকে একই ধরণের বিষাক্ত ক্যামিকেল দেখতে পান। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

তিনি বলেন, ইসলামপুর ‍উপজেলাবাসীর খাদ্যে নিরাপত্তা কথা মাথায় রেখে এমন অভিযান করা হয়। প্রাথমিক অবস্থায় ভেজাল মিশ্রিত দই কারখানা মালিকদের সতর্ক বার্তা দিয়েছি। তারপরেও যদি কোন দই মালিকরা এসব বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করেন তাহলে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ইসলামপুরে দই হাট ও মিষ্টি বাজারে পণ্যের অতিরিক্ত দাম ও মেয়াদ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে
মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশের কথাও জানান তিনি। এসময় ইসলামপুর থানা পুলিশ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *