
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ঈদের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪১ জন আটক ও ২১টি মোটরসাইকেল, ৩২টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ২ এপ্রিল (বুধবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বেড়িবাঁধ এলাকায় রাতের আঁধারে ঈদের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চালিয়ে আসছিল। এ সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অপারেশন চালানো হয়।

অপারেশনে ৪১ জন (৩ নারী, ৩৮ পুরুষ) কে আটক করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ২১ টি মোটরসাইকেল, ২৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ০৮ টি বাটন মোবাইল,
৩টি মোটরসাইকেলের চাবি, নগদ ১৫৩০ টাকা, ১টি কালো সানগ্লাস, জুয়া ও নৃত্যের বিভিন্ন সরঞ্জামসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়
অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বেড়িবাঁধ এলাকায় রাতের ঈদের নামে আঁধারে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল খবর পেয়ে পুলিশ সুপার জামালপুর সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যন্ড অপস)- এর নির্দেশনায় ইসলামপুর থানা, দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও সঙ্গীয় এস আই আমিনুল ইসলাম, এস আই আব্দুল হাই, এসআই দীপক চন্দ্র পাল, এসআই কমল সরকার, এস আই হাবিবুর রহমান, এসআই এমদাদ ও এ এস আই জাহাঙ্গীর, এএস আই অমিত্য এর সমন্বিত যৌথ বাহিনীর চৌকশ আভিযানিক দল ২ এপ্রিল দিবাগত রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। এ ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজের নৈতিক ভিত্তি নষ্ট করে। পুলিশ জানায় আমরা স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখব। জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসামিদের গ্রেফতারপূর্বক পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নোয়ারপাড়া হাড়গিলা বেড়িবাঁধ এলাকায় ঈদের দিন থেকে ঈদ মেলার নামে জোয়া মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি মহল। জোয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়ে, অর্থ যোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পড়ছিলো। অভিযান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
