
মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা যশোর প্রতিনিধি: ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি নারী ও পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত বাংলাদেশিরা হলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আব্দুল মুজিতের মেয়ে কাজল গাজী,ঢাকা যাত্রাবাড়ির মনির হোসেনের মেয়ে মনিকা, যশোর মনিরামপুর চাকলাভাঙ্গা উপজেলার জহির আলীর মেয়ে লাইলী বেগম, খুলনা সদর রূপসার জিয়া সরদারের ছেলে ইসলাম সরদার, যশোর মনিরামপুরের রনি হোসনের মেয়ে আখলিমা খাতুন, বগুড়া জেলার নন্দিনী উপজেলার মোহাম্মদ মহসিনের মেয়ে সাবিনা বিবি ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার ইমতিয়াজ আহমেদ সোনার মেয়ে আমবিয়া বিবি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারী ও পুরুষদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহয়তা দিতে জাস্টিন অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিন অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়।
পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা দমদম সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।
