ইসলামপুরে ইউপি সদস্য হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজন আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রহিমকে গত শনিবার (২৮ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের বাইরে বের করে কুপিয়ে হত্যা করার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের আজাহার সরদারের ছেলে মোঃ সালাম (৫৫) ও দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চর হারোয়াবাড়ি গ্রামের সুবাহান আলীর ছেলে মোঃ চান মিয়া।

উল্লখ্য গত শনিবার (২৮ জুন) ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গমচরাঞ্চল ১নং ওয়ার্ড ইউপি সদস্য জিগাতলা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমকে মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের বাইরে বের করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার (৩০ জুন) সকালে ইউপি সদস্য আব্দুর রহিম হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ সময় ইসলামপুর থানা পুলিশ ও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) এর পৃথক দু’টি টিম হত্যার রহস্য উদঘাটনে ওই এলাকায় কাজ করছিলেন।
পুলিশ জানায়, আটককৃতদের পুলিশ সদস্য এবং কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানের সহায়তায় আটককৃতদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় সোর্পদ করেন। পরে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান বলেন, কুলকান্দি উনিয়নে ইউপি সদস্য আব্দুর রহিম হত্যার ঘটনায় জিগাতলা এলাকার উত্তেজিত জনতার হাতে দুজনকে আটকের খবর পেয়ে পুলিশ ও তদন্তাধীন পিবিআই এর সদস্যদের প্রেরণ করে ২জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় আনা হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *