ইসলামপুরে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদরাসার নিরাপত্তা কর্মী পদে কর্মরত ফারুক শেখের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিতভাবে বেতন গ্রহণের অভিযোগ উঠেছে।

জানা যায়, ফারুক শেখ ২০২২ সালের আগস্ট মাসে চিনাডুলী ফাজিল মাদরাসায় নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ পায়। নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি মাদরাসায় কর্মরত না থেকে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কিন্তু তার নামে মাদরাসায় কর্মরত থাকার রেকর্ড এবং স্বাক্ষর নিয়মিতভাবে রাখা হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফারুকের অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে তার পিতা হেলা শেখ প্রতিনিয়ত মাদরাসায় স্বাক্ষর করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিলুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় এই অনিয়ম চলে আসছিল।

এ নিয়ে মাদরাসার অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

স্থানীয় সচেতন মহলের অভিমত, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে প্রশাসনের উচিত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *