
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর সরকারি জেজেকেএম গালর্স হাইস্কুল এন্ড কলেজের নারী লোভী, লম্পট সাবেক অধ্যক্ষ আ: সালাম পুনরায় যোগদানের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন গেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইসলামপুরের সর্বস্তরে জনগণ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার খানম সুলেখা, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক মোরাদুজ্জামান, ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মিঠুন, পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রিনা আক্তার কাপাসি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদশী, শিরিন, ছাত্রনেতা রাফিয়ান জামান বিশাল, শিক্ষার্থীদের অভিভাবক রেখা আক্তার, রশিদা আক্তার, শিরিনা বেগমসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারী মাসে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ঘ নাম্বার কোচের একটি কেবিন বুকিং করে কলেজের প্রাক্তন এক ছাত্রীকে (২৭) নিয়ে ভ্রমণ করছিলেন অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী (৫০)। ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের ওই কেবিনটি ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরও দরজা না খোলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা। পরে জিআরপি পুলিশ ওই কেবিনে গিয়ে অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে।
