ইসলামপুরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ৬৯০ পিস ইয়াবাসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোষ্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।

আটক বাবু ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনাইল্লে দর্জির ছেলে।

পুলিশ জানায়- পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ইসলামপুর থানা-পুলিশ এবং সেনাবাহিনী যৌথ চেক পোষ্ট বসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকে। এসময় বাবু মোটরসাইকেল চালিয়ে ইসলামপুর থেকে পাশ্ববর্তী দুরমুঠ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। যৌথ বাহিনীর সদস্যরা তাকে মোটরসাইকেল থামাতে বললে সে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকে। একপর্যায়ে সে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এসময় তাঁকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কাছে রাখা ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, ‘যৌথ বাহিনীর চেক পোষ্ট চলাকালে ৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবু নামে এক মাদক কারবারীকে আমরা আটক করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *