রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তার বাড়িতে শিশু গৃহকর্মী ধর্ষণের অভিযোগ

সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তার বাড়িতে শিশু গৃহকর্মী ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা জিকিরিয়া সরকার প্রিন্সিপাল অফিসার মামলা তদন্তকারী/পরিচালনা কর্মকর্তা রংপুর জোন।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়- শুক্রবার ২৭ শে জুন ২০২৫ ইং রাত ২ টা ৩০ মিনিটের দিকে রংপুর নগরীর হাজীপাড়া সুপারিবাগান
(সর্দারপাড়া) এলাকায় রংপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা জিকিরিয়া সরকার এর বাড়িতে শিশু গৃহকর্মী জান্নাতি আক্তার ( ১৩ ) কে জোরপূর্বক ধর্ষণ করেন তার স্ত্রী পারভিন আক্তার এর বড় ভাই- লিয়াকত আলী বাবু (৩৯)।
তিনি তারাগঞ্জ উপজেলার সর্দারপাড়া এলাকার আব্দুল আজিজ এর পুত্র। এ বিষয়ে জিকিরিয়া সরকার বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।অভিযুক্ত আসামি লিয়াকত আলী বাবু বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।
এ ঘটনায় তথ্য সংগ্রহের জন্য জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার রংপুর ক্রসপন্ডেন্ট মাটি মামুন,স্থানীয় কাগজ দৈনিক দাবানল এর সোহেল তানভির ও রেইন ঘটনাস্থলে গত ১৭ জুলাই ২০২৫ ভুক্তভোগী শিশু গৃহকর্মী জান্নাতির সাথে দেখা করতে নগরীর হাজীপাড়া সুপারিবাগান ( সর্দারপাড়া) এলাকায় রংপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা জিকিরিয়া সরকার এর বাড়িতে গেলে তিনি ফোনে সাংবাদিক দের বিভিন্ন হুমকি দেন।
তিনি বলেন জেলা জজ আমার আত্মীয় হন তার সাথে কথা হয়েছে,ডিআইজি আমার আত্মীয় হন তার সাথেও কথা হয়েছে, আপনারা আমার বাসা থেকে চলে আসেন তা নাহলে আমি জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে আপনাদের নামে অভিযোগ দিব। আপনাদের যা আছে করার আপনারা করেন।
এ বিষয়ে জিকিরিয়া সরকার এর সাথে মুঠোফোনে একাধিক বার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *