খাগড়াছড়িতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চা দোকানি আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাত্র ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন (৫৩) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তাকে তার দোকান এলাকা থেকে আটক করা হয়। আটক শাহিন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি স্থানীয় পাতাছড়া বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর শিশুটি দোকানের সামনে গেলে শাহিন খাবারের লোভ দেখিয়ে তাকে নিজের দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায়। পরে মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। শিশুটির পরিবার জানায়, বিকেলে মেয়ের শরীরে রক্ত দেখতে পেয়ে তার মা ও নানি জিজ্ঞাসা করলে সে কান্নাজড়িত কণ্ঠে ঘটনা খুলে বলে। তাৎক্ষণিকভাবে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার বলেন, “শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে।” রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, “ঘটনার পরপরই মো. শাহিনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *