
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কর্মসংস্থান ব্যাংকের সহকারী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের চাহিদা মত ঘুষ না দেওয়ায় গ্রাহককে ব্যাংকে থেকে বের করে দেওয়া সহ অপমান অপদস্ত ও লাঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।
ভূক্তভোগি পরিবার বৃহস্পতিবার দুপুরে থানা মোড়স্থ লাবিব মার্কেটে সংবাদ সম্মেলন করেন।
লিখিত অভিযোগেে ভুক্তভোগি উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মহলগিরি গ্রামের আবু সাইদ খান বলেন- এবার প্রথম ঋণ নিতে এসেছি। মাস খানেক আগে কর্মসংস্থান ব্যাংক ঋণ নিতে আবেদন করি। সহকারী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান গরুর খামার বাবদ ২ লাখ টাকার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিতে প্রতি লাখে ১০ হাজার টাকা ঘুষ দাবী করেন। এছাড়া একই সাথে লোনের আশায় যাতায়াত করা একই গ্রামের সাইদুর রহমানের নিকটও ঘুষ দাবী করেন। এ সময় ব্যাংকের গ্রাহক দেলোয়ার হোসেন ভাইয়ের জন্য ঋণ দিতেও সুপারিশ করে। কিন্তু চাহিদা মত ঘুষ না পেয়ে অপারগতা প্রকাশ করে ব্যাংক থেকে তাদের অকথ্য ভাষায় গালাগালি,অপমান অপদস্ত করে বের করে দেন।
ভূক্তভোগিরা দীর্ঘদিন থেকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হয়রানি এবং ঘুষ না দেওয়ায় লাঞ্চিত করার প্রতিবাদে ওই কর্মকর্তার বিচার দাবী করেন।
এ ব্যাপারে সহকারী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন- ঘুষ চাওয়ার কোন সুযোগ নেই। ঋণ নিতে আবেদনকারীর ব্যাংকের নীতি অনুযায়ী বয়সের মিল না থাকায় ঋণ দিতে অপারগতা প্রকাশ করায় এমন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনেছেন।
