মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় উৎসব মুখর পরিবেশে লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনে ৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষণপুর স্কুলে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। লক্ষণপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আহসান হাবিব খোকন পেয়েছেন ৩৫০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শামসুর রহমান পেয়েছেন ৩২১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহম্মেদ পেয়েছেন ১০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হোসেন লিটন পেয়েছেন ৩৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৭৬ ভোট। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান ও সিরাজুল ইসলাম।
নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু।