ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সংবর্ধনা

বক্তব্য রাখছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন- ছবি: দৈনিক শেষের ডাক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সংবর্ধনা দিয়েছে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। আনন্দ র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন।

প্রধান অতিথি বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নেতাকর্মীরা জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনা তার নেতাকর্মীকে ফেলে রেখে আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তারপরেও দেশ ত্যাগ করেননি। শেখ হাসিনা দিল্লিতে বসে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সকল নেতৃবৃন্দকে চারদিক থেকে সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির উপদেষ্টা তোফাজ্জল হোসেন তপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, পৌর শ্রমিক দলের আহবায়ক লাভলু, সিনিয়র আহবায়ক আলমগীর, পৌর মৎস্যজীবি দলের সদস্য সচিব নুর ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দেলু, শহিদুর রহমান,পৌর বিএনপির প্রচার সম্পাদক মো: বিপ্লব খন্দকার।

অন্যান্যের মধ্যে পৌর বিএনপির দপ্তর সম্পাদক স্বপন মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আল খলিফা, সাংগঠনিক সম্পাদক পনির আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিথুন মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ স্বাধীন শান্তসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *