রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক প্যানেলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক প্যানেলের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করছে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রবিবার (২৭ অক্টোবর) নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল গঠনে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে পক্ষপাতিত্ব করেছে উল্লেখ করে সকল শিক্ষকদের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেন তারা।

সকালে নির্বাচনের পক্ষপাতিত্বে বিষয়ে শিক্ষকদের সাথে সমাধানের চেষ্টা করলেও বিকেলের দিকে নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক প্যানেলের পদত্যাগ দাবি জোরালো হতে থাকে। পরে জেলা সিভিল সার্জন ডা নূয়েন খীসা এসে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ভাবে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করেও কোনো সমাধান করতে পারেনি। শিক্ষার্থীরা এসময় সকল শিক্ষক প্যানেলের পদত্যাগের দাবি জানান। বিষয়টি নিয়ে সিভিল সার্জন শিক্ষার্থীদের সাথে সমাধানের কোনো পথ না পেয়ে ব্যর্থতার দায় নিয়ে নার্সিং ইনস্টিটিউট ছাড়েন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিগত দিনেও রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক প্যানেলের বিরুদ্ধে নানা অভিযোগ করে শিক্ষার্থীর বলেন, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ফেইল করানোর হুমকি, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা এবং অন্যায়ের প্রতি প্রশ্রয়শীল, শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, হেনস্তা এবং হুমকি। অর্থনৈতিক ব্যাপারে দূর্নীতি, শিক্ষার্থীদের ভিতর উসকানিমূলক বক্তব্য ও গ্রুপিং সৃষ্টি, রুটিনমাফিক ক্লাস ও পরীক্ষা নিতে অপারগতা সহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন। পরে তারা এক দফা দাবি তুলে ধরে বলেন নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষক প্যানেলের পদত্যাগ না করা পর্যন্ত নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *